বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানে ভায়াবহ ভূমিকম্পে পাকিস্তানের সমবেদনা ও সহযোগিতার আশ্বাস

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ফোনালাপে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরটিএ।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনার সময় মন্ত্রী নাকভি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি আহতদের চিকিৎসা ও মানবিক সহায়তার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে, মাওলানা সিরাজউদ্দিন হক্কানি নাকভির সমবেদনা ও সহায়তার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি একইসঙ্গে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।

সূত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img