আফগানিস্তানের কুনার প্রদেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আফগান সরকারের মুখপাত্র মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কেবল কুনার প্রদেশেই এখন পর্যন্ত ১৪১১ জন শহীদ এবং ৩১২৪ জন আহত হয়েছেন।
ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রদেশটির কেন্দ্র আসাদাবাদ এবং নুরগল, চক, চাপাদারা, পিচদারা ও ওয়াটপুর জেলায়। পাহাড়ি এসব এলাকায় অনেক গ্রাম সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।
দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালাতে হেলিকপ্টার পৌঁছানো সম্ভব না হওয়ায় কমান্ডো বাহিনীকে প্যারাশুটের মাধ্যমে নামানো হয়েছে। স্থানীয় জনগণ, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল মিলে আহতদের উদ্ধার ও শহীদদের মরদেহ বের করার কাজ করছে।
কুনারের খাস জেলা এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে বিশেষ কমিটি আশ্রয়, খাদ্য এবং জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করছে। দুর্গত অঞ্চলে আরও দুটি কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আহতদের চিকিৎসা, শহীদদের দাফন এবং আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ করা হচ্ছে।
সরকারি হিসেবে জানা গেছে, ভূমিকম্পে ৫৪১২টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। বিভিন্ন দেশ শোকবার্তা পাঠানোর পাশাপাশি সহায়তার ঘোষণাও দিয়েছে, যার কিছু ইতোমধ্যে বিশেষ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
মুখপাত্র জবীহুল্লাহ মুজাহিদ দেশি–বিদেশি দাতব্য সংস্থা, ব্যবসায়ী ও ধনীদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই শোকাবহ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং সহায়তা প্রদানে কার্পণ্য না করতে।
সূত্র : হুরিয়াত