মঙ্গলবার | ২ সেপ্টেম্বর | ২০২৫

হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে শয়তানি করছে: মির্জা ফখরুল

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে শয়তানি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। ওইখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উসকায় দিয়ে বলে তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পতিত ফ্যাসিস্ট শক্তি বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে নানা গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, অনেক গুজব চারদিকে। গুজবে কান দেব না। কারণ গুজব, গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে।

spot_img

এই বিভাগের

spot_img