বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক সরঞ্জাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসকারী এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান রয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) পেন্টাগনের এক বিবৃতিতে এ ঘোষনা দেওয়া হয়।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার অংশীদার বা প্রক্সিরা যদি এই মুহূর্তে আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

পেন্টাগন মুখপাত্র জানান, নতুন অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম আগামী মাসগুলোতে আসতে শুরু করবে।

ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষাব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করছে। যার মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাড যুক্ত করা। যা গত মাসের শেষের দিকে দেশে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে তেলআবিবে এটি মার্কিন সেনারা পরিচালনা করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ