সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

পুনরায় আমীর হওয়ায় ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ জানিয়েছেন চরমোনাই পীর

পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

মুফতী রেজাউল করিম বলেন, নিজের দ্বীনি জজবা ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন ডা. শফিকুর রহমান। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব জামায়াতে ইসলামী ও দেশের জন্য কল্যাণের বাহন হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, বয়সের বাধা উপেক্ষা করে তিনি যে উদ্যমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, এর মধ্যে আগামী বাংলাদেশের জন্য শুভ বার্তা রয়েছে। আমি তার সুস্থতা কামনা করি। একইসঙ্গে আমীরের দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও দয়া তার সঙ্গী হোক সেই প্রত্যাশা করি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img