বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশু শেখরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা

শতকোটি টাকা লোপাট ও দায়িত্বহীনতার অভিযোগে ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো চিঠিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন দুদকের উপ-পরিচালক মুহাম্মাদ সালাউদ্দিন।

জানা গেছে, দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালেই সুধাংশু শেখর ভদ্রের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুধাংশুর বিদেশ গমনে নিষেধাজ্ঞার বিষয়ে দুদকের অনুসন্ধান এক কর্মকর্তা বলেন, ভদ্রসহ কয়েকজনের বিরুদ্ধে ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে পরস্পর যোগসাজশে শতকোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত গুরুতর অভিযোগ অনুসন্ধানে রয়েছে।

দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে, ভদ্র গোপনে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কাজের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img