বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

পদ্মাসেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজ দ্রুত শেষ করতে হবে : পানি সম্পদ উপমন্ত্রী

spot_imgspot_img

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেছেন, পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজ দ্রুত শেষ করতে হবে।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজের বিষয়ে পানি সম্পদ উপমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম জমি অধিগ্রহণসহ সকল কাজ দ্রুততার সাথে শেষ করার আহবান জানিয়ে আরো বলেন, কাজের ব্যাপারে কোনো রকম গাফিলতি ও অনিয়ম সহ্য করা যাবে না। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও এই কার্যক্রমে সহযোগিতা করতে হবে এবং উন্নয়ন এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img