এবার ইসরাইলে উচ্চাস্বরে (স্পিকারে) আজান দেওয়ার উপর নিষেদ্ধাজ্ঞা জারি করলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ এ দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এমনকি কেউ যদি স্পিকারে আজা দেয় তহলে সেখানে সরাসরি বাধা দিতেও বলেছেন এই কট্টর ডানপন্থি।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেটিতে ইসরাইলি পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন উগ্রপন্থি ইতামার বেন গিভির।
সূত্র: টাইমস অব ইসরাইল










