বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

আরও ৪ দিন থাকতে পারে শীতের প্রকোপ : আবহাওয়া অধিদপ্তর

দেশের সর্বত্র জেঁকে বসেছে শীত। আগামী চারদিন থাকতে পারে শীতের প্রকোপ। শৈত্য প্রবাহ না থাকলেও সূর্য দেখা না যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুহাম্মাদ ওমর ফারুক জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। এই সময়ের পর ঘন কুয়াশা কাটতে পারে। আর কুয়াশা কাটলেই সূর্যের দেখা মিলবে।

তিনি বলেন, দেশের মধ্যভাগ, উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। এ কারণে কোথাও কোথাও প্রায় সারাদিনই সূর্যের দেখা মিলছে না। ফলে দিনের তাপমাত্রা ব্যাপক হারে নেমে যাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। এতে শীতের অনুভূতি রাতের সঙ্গে পাল্লা দিয়ে দিনেও বেড়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img