শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আফগান শরণার্থীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো শুরু করেছে পাকিস্তান সরকার

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া পুনরায় শুরু করেছে পাকিস্তান। এর আগে, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে আফগান শরণার্থীদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর, পাকিস্তান সরকার অবৈধভাবে বসবাসরত আফগান শরণার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

পাকিস্তানের গণমাধ্যম সূত্রে মঙ্গলবার (২ এপ্রিল) বিষয়টি জানা গেছে।

দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, “পাকিস্তানে বর্তমানে ২১ লাখ নথিভুক্ত আফগান শরণার্থী রয়েছে। তাদের মধ্যে ১৩ লাখের কাছে নিবন্ধনের প্রমাণপত্র রয়েছে এবং অধিকাংশ খাইবার-পাখতুনখোয়ায় বসবাস করছেন।”

একজন আফগান শরণার্থী মীর মিয়াখেল দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, “আমি আশা করি পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং আমাদের জোরপূর্বক ফেরত পাঠানো বন্ধ করবে যাতে আমরা নিজ দেশে আশ্রয়ের ব্যবস্থা করতে পারি।”

আরেক শরণার্থী মালাক আওয়াল শিনওয়ারি জানান, “আফগান শরণার্থীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি, কারণ তারা মাত্র এক মাসের মধ্যে নিজেদের পরিস্থিতি সামলাতে পারেনি।”

শরণার্থী অধিকারকর্মী মোহাম্মদ খান মোহাম্মদজাই বলেন, “বর্তমান পরিস্থিতি দেখায় যে উভয় দেশকে পারস্পরিক সুসম্পর্ক ও ইসলামিক মূল্যবোধ মেনে চলতে হবে। শরণার্থীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।”

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান অবৈধভাবে বসবাসকারী আফগান শরণার্থীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানে বসবাসকারী কিছু আফগান শরণার্থী “আফগান সিটিজেন কার্ড” (এসিসি) পেলেও তারা এখনো স্বদেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত নন।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img