সৌদি আরবের জেদ্দায় সুক আল-বাওয়াদীর ভোজন বিলাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেদ্দা আল-বাওয়াদী শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা শহিদুল্লাহর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারী শেখ ফজলুল করীম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেদ্দা মহানগর সভাপতি শায়েখ মোশাররফ হোসাইন খাঁন, সৌদী আরব কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাওলানা আল-আমীন খলীফা, সারোয়ার উদ্দীন, মাওলানা ফরহাদ আব্দুল্লাহ, মাওলানা ইসমাঈ শরীফ, হাজী জাফর আহমাদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা শামসুল হক ভূঁইয়া, মুফতী হাবীবুল্লাহ মোখতার, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা শেখ মহিউদ্দিন, বাওয়াদী স্টার সেন্টার মার্কেট মসজিদের ইমাম হাফেজ তারিখ মাহমুদ, খেলাফত মজলিস জেদ্দা মহানগর সভাপতি মাওলানা আব্দুল মুকিত রুপাপুরী, আজহার ইবনে কামাল, জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগর নেতা কাওসার সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, প্রবাসী নাশিদ ব্রান্ড শিল্পী মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও শেখ জাহাঙ্গীর আলম।
কাউন্সিল অনুষ্ঠানে মাওলানা শহিদুল্লাহকে সভাপতি এবং শেখ ফজলুল করীম নাঈমকে সেক্রেটারী করে ১৪ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ জেদ্দা আল-বাওয়াদী শাখা কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মাওলানা ইসমাইল হোসাইন, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ও নাজিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ রহমাতুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইয়াসিন, প্রচার ও দাওয়া সম্পাদক এম. রিয়াদ হুসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রাকিব হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মাসুম, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ তাওহিদ, কার্যনির্বাহী সদস্য শেখ রাসেল এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল মালেক।
এসময় প্রবাসীদের সকল সমস্যার সমাধান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান নেতারা।