ভারতের লোকসভায় উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির আনা চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে। এই বিল পাস হওয়ার ফলে মুসলিমদের সম্পত্তি দখলের অধিকার পেয়ে যাবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। ১২ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর পাস হয় বিলটি। এর পক্ষে ভোট পড়ে ২৮৮টি। আর বিপক্ষে ভোট দেয় ২৩২ জন।
বুধবার (২ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, বিলটিকে অসংবিধানিক হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী শিবির। সেই সঙ্গে এই বিল ধর্মীয় অধিকারেরও লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে।
উল্লেখ্য, মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়, যা কোনোভাবেই বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। এই জমিগুলো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন সমাজ সেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় কার্যক্রমে।
ভারতে বর্তমানে সর্বোচ্চ ১০ লাখ একর ওয়াকফ ভূমি রয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব ভূমি সঠিকভাবে পরিচালিত হলে তা শুধু মুসলিম সম্প্রদায়ের জন্যই নয়, দেশের সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড রয়েছে, যারা এই ভূমিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে থাকে, যাতে সেগুলো মুসলিমদের কল্যাণে ব্যবহৃত হয়। তবে ওয়াকফ সংশোধনী বিল (২০২৪) পাসের মাধ্যমে মুসলিমদের জমি হস্তগত করার অধিকার পেয়ে যেতে পারে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
সূত্র: এনডিটিভি