শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

যেনতেন নির্বাচনের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি: মাওলানা ইমতিয়াজ

যেনতেন নির্বাচনের জন্য গণঅভ্যূত্থান হয়নি, হাজার হাজার ছাত্র-জনতা জীবন ও রক্ত দেয়নি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সাম্য প্রতিষ্ঠা হয়নি, মানবিক মর্যাদা শুন্যের কোটায়। সমাজের কোনো স্তরেই ন্যায়বিচার নেই। দীর্ঘ ৫৪ বছরে শাসকগোষ্ঠী জনতার স্বাধীনতকে গলাটিপে হত্যা করেছে। কাজেই একটি যেনতেন নির্বাচনের জন্য গণঅভ্যূত্থান হয়নি, হাজার হাজার ছাত্র-জনতা জীবন ও রক্ত দেয়নি। ফলপ্রসূ নির্বাচনের জন্য রাষ্ট্র সংস্কার প্রয়োজন বেশি। রাষ্ট্র সংস্কার ছাড়া কেবলমাত্র নির্বাচন হলে তাতে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের দোসররা পুনরায় জগদ্বদ্দল পাথর হয়ে আবির্ভূত হবে। এজন্য রাষ্ট্র সংষ্কার বেশি জরুরি।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে পুরানা পল্টন দলে কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পরবর্তী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের টার্গেটে পরিণত করে তাদের উপর হামলা ও রক্তাক্ত করে রক্তের নেশায় মেতে উঠেছে। এতে করে বিএনপির জন্যই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না এবং বিশ্বাসও করে না। কাজেই হামলা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপিকে ফিরে আসা উচিত। অপরদিকে বিএনপির অনেক নেতা এখন ফ্যাসিবাদ আওয়ামী লীগের সুরে কথা বলছেন। ফ্যাসিবাদের সূরে কথা বলা এবং জনগণকে কটাক্ষ করা কোনো রাজনীতিবিদের আচরণ হতে পারে না। তাদেরকে প্রতিহিংসার পথ পরিহার করে মানুষের ভালবাসা অর্জনের লক্ষে এবং মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিকনেতা হাজী আব্দুর রহমান দুলাল, সৈয়দ ওমর ফারুক যশোরী প্রমুখ।।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img