সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

বিদেশি সেনা প্রত্যাহার করলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ সুগম হবে: তালেবান

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ সুগম হবে।

শুক্রবার (২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তালেবান মুখপাত্র।

তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশের জনগণ স্বাধীনভাবে তাদের ভবিষ্যত নির্ধারণ করার সিদ্ধান্ত নিতে পারবে।

এদিকে ইতিমধ্যে আফগানিস্তানের প্রাচীন শহর বাগরামের সবচেয়ে বড় বিমানঘাঁটি থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আমেরিকা। এ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা এই ঘটনাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত। এটি ছিল আফগানিস্তানে আমেরিকার প্রধান বিমানঘাঁটি। আফগান যুদ্ধে এই বিমানঘাঁটিতে হাজারও মার্কিন সেনার উপস্থিতি ছিল। মার্কিন প্রেসিডেন্টসহ পদস্থ কর্মকর্তারা অঘোষিত সফরে আফগানিস্তান গেলে এই ঘাঁটিতে অবস্থান করতেন।

মূলত বাগরাম বিমানঘাঁটিকে কেন্দ্র করেই গত দুই দশক আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা পরিচালিত হয়েছে। আফগানিস্তানে আমেরিকার অভিযানের কমান্ড স্থাপিত হয় এই বিমানঘাঁটিতে। কারাগার হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে এবং এখানে হাজার হাজার তালেবান সদস্যদের আটক করে রেখেছিল আমেরিকা।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img