বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশের খালদেহ এলাকার মহাসড়কে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আনাদোলু এজেন্সির এক প্রতিবেদক।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হামলার পর গাড়িটিকে মহাসড়কে জ্বলতে দেখা গেছে। এই মহাসড়কটি বৈরুতের দক্ষিণ দিকের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে অবস্থিত।
পরে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলি ড্রোন খালদেহের ওই মহাসড়কে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি