রবিবার | ২ নভেম্বর | ২০২৫

ইরান-সিরিয়া নিয়ে গোপন আলোচনায় ইসরাইল- রাশিয়া

ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ও রাশিয়ার মধ্যে ইরান-সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান। এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরাইল-ইরান যুদ্ধবিরতির পরপরই, যার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার আপাতত অবসান হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া যখন ইসরাইল-ইরান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখন যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরাইল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ইঙ্গিত মিলেছে, বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এবং তার কূটনৈতিক সমাধান খোঁজা।

এই আলোচনার পাশাপাশি ইসরাইল চায়, আমেরিকার সঙ্গেও একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে, বিশেষ করে ইরান ইস্যুতে।

কান-এর প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। সেখানে ইরান বিষয়ে একটি কাঠামোগত চুক্তির রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এই কাঠামোটি এমনভাবে তৈরি করা হতে পারে যাতে তা লেবাননের সঙ্গে ইসরাইলের আগের চুক্তির মতো হয়, যেখানে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা-সংক্রান্ত দিকগুলোর ওপর জোর দেওয়া হয়েছিল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img