পিআর পদ্ধতি নির্বাচন হলে জাতীয় ঐক্য নষ্ট হবে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধরী এ্যানি।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। দু-একজন ব্যক্তি ও কিছু রাজনীতিক দল জাতীয় ঐক্য নষ্ট করার জন্য এই দাবি তুলছেন। ইউরোপের কিছু দেশে পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তা গ্রহণযোগ্য নয়।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন কার্যক্রম পরিদর্শন শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
এ্যানি বলেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন- ‘পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহুর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতি যাই নিজেদের মধ্যে একটি বড়ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে।