শুক্রবার | ৪ জুলাই | ২০২৫

নির্দেশনা পেলে সেনাবাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত: সেনাসদর

spot_imgspot_img

নির্বাচনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাসদরের সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

গত কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, নির্বাচনের আগেই দেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ইতোমধ্যেই লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img