বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে মাওলানা নুরুল হক আরমান রহ. এর বৈপ্লবিক অবদান অবিস্মরণীয়। ইসলামী রাষ্ট্র বিনির্মাণে তাঁর মতো আত্মত্যাগী, মুখলেস, সাহসী ও বহুমুখী প্রতিভাধর নেতার আজ বড়ই প্রয়োজন। সুন্নাতি লেবাস-পোশাকসহ ইসলামী তাহযীব-তামাদ্দুনকে পুরো জীবনে ধারণ করে ইসলামী রাজনীতিতে নিষ্ঠার সাথে চৌকস ভূমিকা পালন করাই হবে মরহুম আরমান রহ. এর প্রকৃত স্মৃতি ও প্রেরণাকে ধারণ করার বহিঃপ্রকাশ।
বুধবার (২ জুলাই) মাওলানা নুরুল হক আরমান রহ. এর কবর যিয়ারতের পর মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
যিয়ারতে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, দফতর সম্পাদক ও সদর উপজেলা সাধারণ সম্পাদক এড. ঈসা মাহমুদ হাসেমী, জেলা ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, সহ- সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, সদর উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন তৌহিদী।
নেতারা আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও দরজাত বুলন্দি কামনা করেন।