মাহবুবুল মান্নান
চট্টগ্রামের পটিয়া থানার মামলায় হেফাজত ইসলামের কর্মী মাওলানা মুফতী আরিফুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ হোসেন ও মাওলানা বেলাল উদ্দীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
এর আগে এই মামলায় জামিনে মুক্তি লাভ করেন একসাথে গ্রেফতার হওয়া পটিয়া হিলচিয়ার আবু তালেব।
বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৩ আগস্ট) এ জামিন দিয়েছেন।
জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
উল্লেখ, গত ১০ এপ্রিল তাদের পটিয়ার শোভনদন্ডী ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছিল।