বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্ক অধ্যুষিত উত্তর সাইপ্রাসের স্বীকৃতির পক্ষে ব্রিটিশ এমপির সমর্থন

তুরস্ক অধ্যুষিত উত্তর সাইপ্রাসের স্বীকৃতির পক্ষে সমর্থন জানালেন ব্রিটেনের এমপি স্যামি উইলসন। সম্প্রতি আন্তর্জাতিক ইস্যু নিয়ে লিখিত এক প্রবন্ধে উত্তর সাইপ্রাস স্বীকৃতি পাওয়ার যোগ্য বলে উল্লেখ করেন তিনি।

ব্রিটেনের আইনপ্রণেতা ও ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির এই এমপি বলেন, টিআরএনসি (টার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাস) জাতিসংঘ কর্তৃক স্বাধীনতার স্বীকৃতি না পাওয়ার কোনো কারণ দেখি না আমি।

সাইপ্রাসের বর্তমান অবস্থাকে আয়ারল্যান্ডের পূর্বের অবস্থার সাথে তুলনা করে তিনি বলেন, সাইপ্রাসের নিজস্ব “গুড ফ্রাইডে চুক্তির” প্রয়োজন। যেসব বিষয় বিবেচনায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ২০১০ সালে কসোভোকে স্বাধীনতার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত জানিয়েছিলো তা টিআরএনসির ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। টিআরএনসিকে স্বীকৃতি দিতে আরো বেশি বৈধতা প্রদান করে।

স্বীকৃতি পাওয়ার পর গ্রীস নিয়ন্ত্রিত সাইপ্রাসের সাথে যদি তুরস্ক অধ্যুষিত উত্তর সাইপ্রাসের পুনরায় একত্রিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে বেলফাস্ট বা গুড ফ্রাইডের মতো চুক্তি ভবিষ্যতে তাদের সাহায্য করবে।

এক্ষেত্রে দু’পক্ষের মাঝে মধ্যস্থতার জন্য যুক্তরাজ্য সহায়ক ভূমিকা পালন করতে পারে বলেও জানান তিনি। স্বীকৃতি বিহীন অচলাবস্থা দূর করা, দু’পক্ষের মাঝে উত্তেজনা নিরসন ও শান্তি আনয়ন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সাইপ্রাসের বাসিন্দারা জাতিগত গ্রীক ও তুরস্ক। ১৯৬০ সালে অখণ্ড সাইপ্রাসের জাতিগত তুরস্ক ও মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা শুরু করে দ্বীপরাষ্ট্রটির জাতিগত গ্রীক সাইপ্রিয়টরা।

পরবর্তীতে ১৯৭৪ সালে দ্বীপটিকে গ্রীসের হাতে তুলে দিতে গ্রীক সাইপ্রিয়টরা সশস্ত্র আন্দোলন ও মুসলিম-তুরস্ক সাইপ্রিয়টদের নিধন শুরু করলে তুরস্কের সেনাদের আগমন ঘটে দ্বীপটিতে। গ্রীস ও তাদের সহায়তায় জাতি নিধন চালানো গ্রীক সাইপ্রিয়টরা এতে পরাজয় বরণ করে। দ্বীপের উত্তরাংশে ১৯৮৩ সালে গঠিত হয় টার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাস। আর দক্ষিণাংশ থাকে গ্রীক সাইপ্রিয়টদের নিয়ন্ত্রণে। জাতিগত বিভক্তির ফর্মুলা অনুযায়ী ভাগ হলেও দ্বীপের দক্ষিণাংশ যা শুধু সাইপ্রাস নামে পরিচিত তার ৩ ভাগের ১ ভাগ জনগণ জাতিগত ভাবে তুরস্ক।

বর্তমানে সাইপ্রাস বা দ্বীপের দক্ষিণাংশ নিয়ন্ত্রণ করে গ্রীস ও ইউরোপীয় ইউনিয়নের অধীনস্থ গ্রীক সাইপ্রিয়টরা আর টিআরএনসি বা উত্তর সাইপ্রাস নিয়ন্ত্রণ করে তুরস্কের অধীনস্থ তুরস্ক সাইপ্রিয়টরা।

স্বাধীন দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে উত্তেজনা ও সমস্যা নিরসনে বহু আগ থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক । কিন্তু ২০০৪ সালে গ্রীক সাইপ্রিয়ট নিয়ন্ত্রিত সাইপ্রাসের ইইউতে প্রবেশ জাতিসংঘের দীর্ঘদিনের পরিকল্পনা ব্যর্থ করে দেয়।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ