জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। চিকিৎসা যেন আর কারও জন্য বিলাসিতা না হয়। আমরা এমন জরুরি সেবা চালু করব, যাতে অ্যাম্বুলেন্সেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু হয়। আমরা চাই, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যতথ্য ডিজিটালি সংরক্ষিত থাকুক। এতে অপ্রয়োজনীয় পরীক্ষা কমবে, ভুল চিকিৎসার ঝুঁকি কমবে।
রোববার (৩ আগস্ট) বিকেলে শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, প্রায় প্রতিটি জায়গায় চিকিৎসা ব্যবস্থায় আপনাদের বৈষম্য করা হয়। চিকিৎসা ব্যবস্থায় কীভাবে বৈষম্যের শিকার হচ্ছেন তা আমরা জানি। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে, আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাব।
তিনি বলেন, আমরা বিভিন্ন অঞ্চলের হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি না হয়। আমাদের অর্থনীতি কল্যাণমুখী অর্থনীতি হবে, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র কর্মসংস্থান না, যেখানে একটা চাকরি নিশ্চিত হবে। এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতনে খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে। ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো। যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়।