শনিবার | ৪ অক্টোবর | ২০২৫

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যেসব কথা হয়েছিল তাতে নতুন অনেক পরিবর্তন রয়েছে: পাকিস্তান

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধ বন্ধে গত সোমবার ২০ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রস্তাবটি প্রকাশের পরই ৮ মুসলিম দেশ এটিকে স্বাগত জানায়। যারমধ্যে পাকিস্তানও রয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ট্রাম্প যে প্রস্তাব ঘোষণা করেছেন এটি তাদের দেওয়া প্রস্তাব নয়। তাদের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবের যেসব ধারা নিয়ে কথা হয়েছিল সেগুলোর চেয়ে নতুন প্রস্তাবটিতে অনেক পরিবর্তন রয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

পাক পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেন, “যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। আমি স্পষ্ট করেছি ট্রাম্প যে ২০ দফা ঘোষণা করেছেন, এগুলো আমাদের দফা নয়। আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম এগুলো সেগুলো নয়। আমাদের কাছে যে খসড়া ছিল সেটি থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে।”

দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠক করেন ৮ মুসলিম দেশের নেতারা। ওই সময় তারা গাজ্জা যুদ্ধ বন্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ট্রাম্প এতে সমর্থন জানান। কিন্তু পরবর্তীতে ইসরাইলেলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায় ট্রাম্প প্রস্তাবের ধারায় অনেক পরিবর্তন এনেছেন।

সূত্র: দ্য ডন

spot_img
spot_img

এই বিভাগের

spot_img