সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

জুলাই সনদের আদেশ দিতে হবে ড. ইউনূসকেই : এনসিপি

সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার সনদ নিয়ে সাপলুডু খেলছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামতে গণভোটে যাওয়া উচিত না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানান তিনি।

এনসিপি নেতা আরও বলেন, তার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংগত হবে। জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসারও আহবান জানান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img