বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়; মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। গত দুটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। নতুন তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছি আমরা।
আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশে ফখরুল এসব কথা বলেন। সকাল পৌনে ১১টার দিকে বিএনপির এই গণসমাবেশ শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গ্রামে পাতিনেতাদের দৌরাত্ম্যের কারণে টেকা যায় না। আর কতকাল মানুষ কষ্ট করবে? আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ক্ষমতাসীনরা সব কিছু লুটে নিয়ে নিয়ে গেছে বিদেশে। আর বলে মেগা উন্নয়ন করছে।
ফখরুল বলেন, ১০ টাকার চাল নেই, ঘরে ঘরে চাকরি নেই। কৃষকেরা ফসলের দাম পায় না। বিনামূল্যে সার পায় না। সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা যদি রুখে দাঁড়াতে না পারি , ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সেই অর্জন নষ্ট হয়ে যাবে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব বলেন, এবার শেখ হাসিনাকে পতদ্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হবে।