বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত

spot_imgspot_img

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিক (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মির্জারচর ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মানিকের সঙ্গে স্থানীয় ফারুক গ্রুপের বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই মানিককে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদীভাঙন বিষয়ক এক সভায় অংশ নেন চেয়ারম্যান মানিক। বিকাল সাড়ে ৪টার দিকে সভা শেষ হওয়ার পর বের হলে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img