টানা দ্বিতীয় দিনের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শ্রীমঙ্গলের তামপাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান, আগামী কয়েকদিন এখানকার তাপমাত্রা উঠা নামা করতে পারো।









