বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতের মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি

ভারতের মুসলিম নেতা অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন’ বা ‘মিম’ এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে দিল্লি সীমানা লাগোয়া পশ্চিম উত্তর প্রদেশের একটি টোল প্লাজায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর সন্ধ্যায় ওয়েইসি বলেন, গুলি চালানোর পরেই অস্ত্র ফেলে পালায় হামলাকারীরা। ঘটনার কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার ফেটে যায় বলে জানান তিনি। তাকে অন্য একটি গাড়িতে দিল্লি ফিরতে হয়।

ট্যুইটে আসাদুদ্দিন ওয়েইসি লেখেন, কিছুক্ষণ আগে ছিজারসি টোল গেটে আমার গাড়িতে গুলি চালান হয়। ৪ রাউন্ড গুলি চালান হয়েছে। ৩-৪ জন ছিল। সবাই সেখানেই অস্ত্র ফেলে পালিয়ে যায়। আমার গাড়ি পাংচার হয়ে যায়। তবে আমি অন্য গাড়িতে চেপে সেখান থেকে বেরোই। আমরা সবাই সুরক্ষিত। আলহামদু লিল্লাহ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ