বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আসাদউদ্দিন ওয়েইসির গাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার এক সন্ত্রাসী

ভারতের উত্তর প্রদেশের হাপুরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দিল্লি সীমানার কাছে একটি টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দিল্লি সীমানার কাছে একটি টোলপ্লাজায় ভারতের এ মুসলিম নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন সন্ত্রাসী।

ঘটনার পর সন্ধ্যায় ওয়েইসি বলেন, গুলি চালানোর পরেই অস্ত্র ফেলে পালায় হামলাকারীরা। ঘটনার কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার ফেটে যায় বলে জানান তিনি। তাকে অন্য একটি গাড়িতে দিল্লি ফিরতে হয়।

এক টুইট বার্তায় আসাদুদ্দিন ওয়েইসি লিখেন, কিছুক্ষণ আগে ছিজারসি টোল গেটে আমার গাড়িতে গুলি চালান হয়। ৪ রাউন্ড গুলি চালান হয়েছে। ৩-৪ জন ছিল। সবাই সেখানেই অস্ত্র ফেলে পালিয়ে যায়। আমার গাড়ি পাংচার হয়ে যায়। তবে আমি অন্য গাড়িতে চেপে সেখান থেকে বেরোই। আমরা সবাই সুরক্ষিত। আলহামদু লিল্লাহ।

জানা যায়, ভারতের তেলঙ্গানার হায়দরাবাদের সংসদ সদস্য ওয়েইসির দল ‘মিম’ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে স্থানীয় কয়েকটি ছোট সংগঠনের সঙ্গে সমঝোতা করে লড়তে নেমেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ