ভারতের শীর্ষ মুসলিম নেতা ও মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে হত্যার চেষ্টা করায় শচীন শর্মা এবং শুভম নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই সন্ত্রাসীদের আইসি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘হিন্দু সেনা’ নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘হিন্দু সেনা’র জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, শচীন এবং শুভম উভয় অভিযুক্তকেই আইনি সহায়তা দেওয়া হবে। এই হিন্দু নেতা ওয়াইসির ওপর সন্ত্রাসী হামলাকে সতর্কবার্তা বলেছেন।
হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা লিখেছেন, ওয়াইসির গাড়িতে হামলা করে সতর্ক করা হিন্দুত্ববাদী শচীন ও শুভমকে ‘হিন্দু সেনা’ আইনি সহায়তা দেবে এবং সম্মানিত করবে। এটা আক্রমণ নয়, সতর্কবার্তা, হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন ওয়াইসি।
এদিকে আসাদউদ্দিন ওয়াইসির ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পরে ভারতের কেন্দ্রীয় সরকার তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেছে।
এডিজি (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, ওয়াইসিকে আক্রমণকারী উভয় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এতে ৩০৭ ধারা (খুনের চেষ্টা) দেওয়া হয়েছে। এফআইআর-এ শচীন শর্মা এবং শুভমের নাম নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, গতকাল সন্ধ্যা ৫টা ২০ নাগাদ সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি যখন মীরাট থেকে সভা করে ফিরছিলেন, তখন টোলের কাছে তাঁর গাড়িবহরে হামলার বিষয়ে তথ্য দেওয়া হয়েছিল। তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরে, সেখানে যারা ছিল তাদের গ্রেফতার করা হয়েছে। টোলে স্থাপিত ক্যামেরা থেকে জানা যায়, ঘটনার সঙ্গে দু’জন জড়িত ছিল। দু’জনকেই শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এডিজি বলেন, ওই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দু’টি পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একটি অল্টো গাড়িও উদ্ধার করা হয়েছে। উত্তর প্রদেশে কোনো ধরণের বিশৃঙ্খলা করা যাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল (বৃহস্পতিবার) ওয়াইসি উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মীরাট এবং কিঠোরে রোড শো করার পরে দিল্লিতে ফিরছিলেন। কিন্তু সন্ধ্যায় যখন তাঁর গাড়ি টোল প্লাজায় পৌঁছায়, সেখানে উপস্থিত দুই সন্ত্রাসী তাঁর গাড়িতে গুলি চালাতে শুরু করে। ওয়াইসি তার ওপর হামলার খবর টুইট করে জানিয়েছিলেন। এখানে গাড়ির সামনে থাকা হামলাকারী এক অভিযুক্তকে ওয়াইসির গাড়ির চালক ধাক্কা দেয়, যার জেরে সে মাটিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শচীন শর্মা নামে এক সন্ত্রাসী গ্রেটার নয়ডার বাদলপুরের বাসিন্দা। শচীনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, শচীন নিজেকে পরিচয় দিয়েছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য হিসেবে। তার বিরুদ্ধে আগে খুনের চেষ্টার মামলা রয়েছে।






