মুসলমানদের পবিত্র মাস রমজান উপলক্ষে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে খাদ্যপণ্যের দাম কমেছে। বিপরীতে বেড়েছে বেচাকেনা। এই অবস্থা বজায় রাখতে কঠোরভাবে কাজ করছে কাবুল পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয় জনগণের সুবিধার্থে চালু করা হয়েছে একটি ইমার্জেন্সি ফোন নম্বর। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করলেই অভিযোগ জানিয়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে বিষয়টি পৌঁছানো যাবে। ফলে, এখন আর কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়াতে পারবে না।
শনিবার (০১ মার্চ) সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন কাবুল পৌরসভার কর্মকর্তা নিমাতুল্লাহ বারাকজাই।
তিনি বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশ গুরুত্বের সাথে কাজ করছে কাবুল পৌরসভা কর্তৃপক্ষ। সৌভাগ্যবশত, বাজারে ডলারের স্থিতিশীলতা বিবেচনা করে, দাম স্থিতিশীল রয়েছে। সকল নাগরিকের জন্য ১৫৫ নম্বরটি খোলা রাখা হয়েছে। যদি কেউ দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে নূন্যতম অভিযোগ জানায়, তাহলে মাঠে থাকা আমাদের কর্মীরা তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে”
এদিকে, কাবুলের বাজার পরিদর্শন করে জানা যায়, আগের তুলনায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে। সেই সঙ্গে কমেছে খাদ্যদ্রব্যের মূল্য।
ইদ্রিস নামে এক দোকানি বলেন, “রমজানের প্রথম দিন থেকেই আগের তুলনায় আরো বেশি ক্রেতারা মার্কেটে আসতে শুরু করেছেন। তারা বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করছেন।”
আব্দুল গণি নামে আরেক দোকানি বলেন, “নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বর্তমানে হাতের নাগালেই রয়েছে। সম্প্রতি বাজার ব্যবস্থার সাথে ভারসাম্য রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছে আফগান সরকার।”
সূত্র: তোলো নিউজ