ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অস্ত্র সমর্পণের শর্তে গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। কিন্তু ইসরাইলের এমন শর্তকে প্রত্যাখান করেছে হামাস।
মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র।
গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের সাথে আলপকালে তিনি জানান, এ ক্ষেত্রে পূর্ব শর্ত হলো, হামাসকে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজ্জাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ফেলে দিতে হবে।
ইসরাইলের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে হামাসের শীর্ষ নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেড লাইন। এবং তারা এতে কখনো রাজি হবেন না।
তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনো ধরনের কথা বলা বোকামি। প্রতিরোধের অস্ত্র হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেডলাইন।
প্রসঙ্গত, গাজ্জা যুদ্ধের শুরুতে ইসরাইলের লক্ষ্য ছিল, হামাসকে যুদ্ধের মাধ্যমে তারা নির্মূল করবে। কিন্তু এতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরাইল। এ ব্যর্থতার পর স্থায়ী যুদ্ধবিরতির জন্য এখন ইসরাইলের শর্ত হামাসকে গাজ্জার নিয়ন্ত্রণ ছাড়তে হবে।
সূত্র: এএফপি