শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার ভারতের উত্তরপ্রদেশে হিজাব পরায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীরা

এবার ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীরা। যোগীর রাজ্যে একটি কলেজ কর্তৃপক্ষ হিজাব পরিহিত মুসলিম পড়ুয়াদের বিনামূল্যে ঔষধ দিতে অস্বীকার করে।

সোমবার গাজিয়াবাদের মোদিনগর এলাকায় অবস্থিত গিন্নিদেবী কলেজে ঘটে এ ঘটনা।

প্রাথমিকভাবে জানা গেছে যে, ছাত্রীরা ক্যাম্পাসের কাছে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। যদিও প্রশাসন বলছে, পোশাকবিধি না মানায় পড়ুয়াদের ঔষধ দেওয়া হয়নি।

কলেজের অধ্যক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন যে, ইউনিফর্ম না থাকায় ছাত্রীদের কলেজ চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগ, ফ্রি ঔষধের বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে কলেজ কর্তৃপক্ষ তাদের হিজাব খুলে ফেলতে বলে। কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে রূঢ় ভাবে কথা বললেও পুলিশ এলে বিনয়ের সঙ্গে কথা বলতে শুরু করেন।

ঈদের পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলেও জানান শিক্ষার্থী। কলেজের অধ্যক্ষের দাবি, যথাযথ ইউনিফর্মে থাকা নিশ্চিত করা ছাড়া তাদের অন্য উদ্দেশ্য ছিল না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ