গত এক বছরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও চীনের মধ্যে থাকা রেল করিডোর দিয়ে ১০ হাজারেরও বেশি কন্টেইনার পরিবহন করা হয়েছে। এটি আফগানিস্তানের জন্য একটি বিশেষ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত শুক্রবার (০২ মে) এই রুটে ১০ হাজার তম কন্টেইনার আফগানিস্তানে পৌঁছানোর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেন আফগানিস্তানের ডেপুটি রেলমন্ত্রী মুহাম্মাদ ইসহাক সাহিবজাদা।
অনুষ্ঠানে এই করিডোরকে অন্যান্য রুটের তুলনায় পণ্য পরিবহনের জন্য সস্তা, সহজ বিকল্প হিসেবে বর্ণনা করেন তিনি। এছাড়াও অঞ্চল জুড়ে আমদানি-রপ্তানির সাথে জড়িত আফগান ব্যবসায়ীদের জন্য বাণিজ্য আরো বেশি সহজতর করার প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানান তিনি।
ডেপুটি রেলমন্ত্রী বলেন, গত এক বছরে চীন থেকে আফগানিস্তানে ১০,০০০ কন্টেইনার এসেছে। এই রুটটি ব্যবসায়ীদের জন্য সহজ, সস্তা এবং দ্রুত—এটি নিরাপদ এবং কম খরচে পণ্য সরবরাহ নিশ্চিত করে।
অনুষ্ঠানে উপস্থিত উজবেকিস্তানের একজন প্রতিনিধি বলেন, এই রুটের মাধ্যমে বাণিজ্যের জন্য আফগান ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে। আমরা বিশ্বাস করি, পরিবহন ক্ষমতা বাড়বে ও এই করিডোরের মাধ্যমে আফগানিস্তানের রপ্তানি ও আমদানির পরিমাণ ইতিমধ্যেই বেড়েছে।
কাবুলে চীনের রাষ্ট্রদূত ঝাও শিং বলেন, আফগানিস্তানের উন্নয়নের সহযোগিতা করতে সর্বদা আগ্রহী বেইজিং।
তিনি বলেন, এই রেল প্রকল্পের মাধ্যমে আস্থা খুঁজে পায় আফগানিস্তান, যা দেশটিকে আঞ্চলিক স্থিতিশীলতার সাথে সংযুক্ত করে। আর তাই এই ধরনের প্রকল্পকে সমর্থন জানায় বেইজিং। এমন প্রকল্প আফগান জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
উল্লেখ্য, ২০২২ সালে তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসনের হাত ধরে আফগানিস্তান, চীন, উজবেকিস্তান ও কিরগিজস্তানের মধ্যে দিয়ে এই রেল করিডোরটি চালু হয়।
সূত্র: তোলো নিউজ