মঙ্গলবার | ২১ অক্টোবর | ২০২৫

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া সেই আমিনুলের ডেঙ্গুজ্বরে মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি থেকে আয়ামী লীগে যোগ দেয়া সেই আমিনুল ইসলাম ডেঙ্গুজ্বরে মারা গেছেন।

বুধবার দিবাগত রাতে উপজেলার কলচোঁ ইউনিয়নের রামপুরার নিজ বাড়িতে তিনি মারা যান।

আমিনুল ইসলাম এ বছরহাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করেন।

আমিনুল ইসলাম ৪নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়াবাড়ির বাসিন্দা।

কলচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, গত কয়েক দিন থেকে আমিনুল ইসলাম অসুস্থ ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান। সেখানে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।

গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন– ‘এই প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লিজ। আমি কিন্তু দুর্বল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img