আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহার পুনরায় নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। নিয়ন্ত্রণ নেওয়ার আগে অঞ্চলটি তালেবানের পুরাতন দুর্গ হিসেবে পরিচিত ছিল।
শনিবার (৩ জুলাই) রাতে মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাধ্যমে শহরটি নিয়ন্ত্রণে নেয় তালেবান।
কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান সাঈদ জান খাকরিওয়ালও পাঞ্জওয়াই পতনের কথা স্বীকার করেন। তবে পাঞ্জওয়াই থেকে আফগান বাহিনী ‘ইচ্ছা করে নিজেদের প্রত্যাহার’ করেছে বলে অভিযোগ করেন তিনি।
গত ২৪ ঘণ্টায় তালেবান আফগানিস্তানের আরও ১৩টি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এ নিয়ে দেশটির ৩৭২টি জেলার মধ্যে তালেবানের নিয়ন্ত্রেণে মোট ১১০টি জেলা।