বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

এবারের ঈদে পাকিস্তানের এক লাখ পরিবারের হাতে কোরবানির মাংস তুলে দিয়েছে তুরস্ক

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পাকিস্তানের ১ লাখ পরিবারকে কুরবানীর পশুর মাংস তুলে দিয়েছে তুরস্কের দাতব্য সংস্থা ‘তুর্কি প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স (দিয়ানেত)। সংস্থাটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাংস বিতরণ অনুষ্ঠানে পাকিস্তানের করাচিতে নিযুক্ত তুরস্কের কনসাল জেনারেল জামাল সাঙ্গু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, “পবিত্র ঈদের মূল বার্তা হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও সাহায্য করা।”

দিয়ানেত সংস্থার কর্মকর্তা ফুরকান মুস্তাফা আক্কাকিল জানান, স্থানীয় বিভিন্ন সংগঠন যেমন বাইতুসসালাম ওয়েলফেয়ার ট্রাস্ট ও মুসলিম হ্যান্ডসের মাধ্যমে এসব পরিবারের হাতে মাংস পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, গত বছরে পাকিস্তানের ভয়াবহ বন্যা ও এই ফেব্রুয়ারিতে তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তান কঠিন সময়ে সবসময়ই একে অপরকে সাহায্য ও সমর্থন করে আসছে।

উল্লেখ্য, ঈদুল আযহা মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এ উৎসবের দিনটিতে বহু মুসলমান ছাগল, ভেড়া, গরু অথবা উট কোরবানি দিয়ে থাকে। যার একটি অংশ গরীব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ