রবিবার | ২ নভেম্বর | ২০২৫

ইরান ফোন দিয়ে বলল, স্যার রাত ১টায় কাতারে হামলা চলাবো: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগে ইরান আমাকে ফোন করে খুব শ্রদ্ধাশীল হয়ে বলল, স্যার রাত ১টায় হামলা চালাবো।

বৃহস্পতিবার (০৩ জুলাই) আমেরিকার ২৫০তম জন্মদিনের এক বছর ক্ষণগণনা উপলক্ষে আইওয়াতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইরান আমাদের সম্মান করে। তারা ফোন দিয়ে বলল কোথায় (আল-উদেইদ) হামলা করবে। আমি বললাম, ঠিকাছে আমরা ঘাঁটিটি খালি করে দিলাম। তারা বলল, স্যার ১টার দিকে হামলা করব। আমি বললাম ঠিক আছে।

সূত্র: আনাদোলু

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img