পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার রোধ এবং নির্বাচন ঘিরে দুর্নীতি প্রতিরোধ সম্ভব।
আজ শুক্রবার (৪ জুলাই) সকালে পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ১৯৮২ সালে জামায়াতের পক্ষ থেকে প্রথম উত্থাপন করা হয়েছিল, যদিও তা বাস্তবায়ন হতে সময় লেগেছিল ৯ বছর। ঠিক তেমনই পিআর পদ্ধতির দাবিও এখন হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু সময়ের ব্যবধানে দেশের জনগণ ও রাজনৈতিক নেতারা তা উপলব্ধি করবেন।’
তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এতে শুধু ভোটাধিকার নিশ্চিত হবে না, বরং রাজনীতির দুর্নীতিও অনেকাংশে হ্রাস পাবে। আশা করি, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ বিষয়টি বুঝতে পারবেন।’