ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন দখলকৃত জম্মু-কাশ্মীরে মদের দোকান খোলার উদ্যোগ নেওয়ায় ৩দিনের ধর্মঘট ডেকেছে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের ব্যবসায়ীরা।
শুক্রবার (৪ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শ্রীনগরের বাতমালু এলাকায় মদের দোকান খোলার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে ৩ দিনের ধর্মঘট ডেকেছে এলাকাটির ব্যবসায়ী সমাজ। তারা একে কাশ্মীরী জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন।
প্রশাসনের উদ্দেশ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে আজ একটি বার্তাও পাঠানো হয়েছে, যেখানে ব্যবসায়ীরা উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনকে অবিলম্বে এই উদ্যোগ ও সিদ্ধান্ত থেকে সরে আহ্বান জানায়। অন্যথায় বিরূপ পরিস্থিতি মোকাবেলার জন্য হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
বার্তায় তারা উল্লেখ করেন, প্রশাসনের এমন উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি জম্মু-কাশ্মীরের জনগণের নিকটও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। কেননা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ডে মদ্যপানের প্রসার ইসলামী শিক্ষার পরিপন্থী এবং কাশ্মীরের দীর্ঘকালীন সামাজিক ও নৈতিক মূল্যবোধকেও খণ্ডন করে।
ব্যবসায়ীরা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, এই উদ্যোগ আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। বিশেষত, উদ্যোগটি এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন আমরা মাদকসক্তি নামক গুরুতর সংকটের সাথে লড়াই করছি।
উগ্র হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, গুজরাটের মতো ভারতীয় রাজ্য, যেখান থেকে বিজেপি উঠে এসেছে, সেখানে যখন মদ নিষিদ্ধ, তাহলে কেনো কাশ্মীরের উপর এই ধরণের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে?