আজারবাইজানের খাঙ্কেন্দি শহরে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এ তথ্য তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক্স-এ প্রকাশ করেছে।
বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান বলেন, “বাণিজ্য ও জ্বালানি খাতে বিশেষভাবে, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “গাজ্জায় ইসরাইলের হামলা থামাতে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে এবং অঞ্চলে মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকে এরদোগানের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পরিবার ও সামাজিক সেবা বিষয়ক মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতাশ, বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আবদুলকাদির উরালওগ্লু, যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন এবং প্রেসিডেন্টের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির প্রধান উপদেষ্টা আকিফ চাগাতাই কিলিচ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা তাদের দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী ও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, সংযোগ ও বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের যৌথ লক্ষ্য অর্জনে পাকিস্তানের অটল প্রতিশ্রুতি রয়েছে।”
সূত্র : আনাদোলু