শনিবার | ১২ জুলাই | ২০২৫

করোনা আক্রান্ত ড. আ ফ ম খালিদ; সুস্থতার জন্য দোয়া কামনা

spot_imgspot_img

ভাইরাসে আক্রান্ত হয়েছেন গবেষক ও শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন করোনা।

তিনি নিজেই ইনসাফকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড. খালিদ বলেন, গত একসপ্তাহ আগে আমার করোনা সিনড্রোম দেখা দিলে ডাক্তারের স্মরণাপন্ন হই। পরীক্ষায় আমার করোনা পজিটিভ আসে। বর্তমানে আমি নিজ বাসায় আইসোলিয়েশনে আছি। আলহামদু লিল্লাহ শরীর আগের থেকে অনেক ভালোর দিকে। আসা করছি ‍খুব শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠবো, ইনশাআল্লাহ। আমি আমার সুস্থতার জন্য দেশবাসাীর কাছে দোয়া প্রার্থনা করছি।

চট্টগ্রাম ওয়াসা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মুসলেহ উদ্দীনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানান ড. খালিদ।

তিনি বলেন, আমার পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যও করোনা আক্রান্ত ছিলেন। আল্লাহর অশেষ রহমতে তারা এখন সুস্থ আছেন- জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img