শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

সম্ভব হলে আফগানিস্তানে ফিরে আসতে চাই: ৭ মাস আটকের পর দেশে ফেরা ব্রিটিশ দম্পতি

“সম্ভব হলে আফগানে ফিরে আসতে চাই” বলে অনুভূতি প্রকাশ করেছেন আইন ভঙ্গের দায়ে ৭ মাস আটকের পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়া ব্রিটেনের রেনল্ডস দম্পতি, যারা ২ যুগেরও বেশি সময় ধরে দেশটিতে বসবাস করে আসছিলেন।

আদালতের শুনানি শেষে মুক্তি পাওয়া পিটার (৮০) ও বারবারা রেনল্ডস বলেন, কারাগারে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করা হয়েছে। এখন আমরা আমাদের সন্তানদের সাথে মিলিত হওয়ার অপেক্ষা করছি। তবে সম্ভব হলে আমরা আবার আফগানিস্তানে ফিরে আসতে চাই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কাতারের মধ্যস্থতায় ব্রিটেনের কাছে ইমারাত সরকার কর্তৃক হস্তান্তরের পূর্ব মুহুর্তে সংবাদমাধ্যমকে তারা এই অনুভূতি প্রকাশ করেন।

আফগান নাগরিকত্বধারী এই ব্রিটিশ দম্পতির মুক্তি প্রসঙ্গে আফগান পররাষ্ট্র মুখপাত্র আব্দুল কাহহার বলখি বলেন, দীর্ঘদিন আফগানিস্তানে বসবাস করে আসা ব্রিটেনের রেনল্ডস দম্পতিকে আফগান আইন লঙ্ঘনের দায়ে গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়। আদালতের শুনানি শেষে তারা মুক্তি পেলে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাই কাতারের মধ্যস্থতায় তাদের ব্রিটেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাজ্যের কর্মকর্তারা এই ব্রিটিশ দম্পতির দ্রুত মুক্তিতে স্বস্তি প্রকাশ করেন এবং মধ্যস্থতাকারী দেশ কাতারকে ধন্যবাদ জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেন,
আমি আফগানিস্তানে আটক হওয়া পিটার (৮০) এবং বারবারা রেনল্ডসের মুক্তিকে স্বাগত জানাচ্ছি। আমি জানি এই দীর্ঘ প্রতীক্ষিত সংবাদটি তাদের পরিবারের জন্য বিশাল স্বস্তি নিয়ে আসবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমি কাতারের প্রতিও শ্রদ্ধা জানাতে চাই।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, রেনল্ডস দম্পতি ইতিমধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন এবং লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

এছাড়া ফলপ্রসূ সহযোগিতার জন্য আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের প্রতিও মধ্যস্থতাকারী দেশটি কৃতজ্ঞতা প্রকাশ করে।

আফগান ইমারাত সরকারের তথ্য অনুযায়ী, এই দম্পতি ১৯৭০ সালে কাবুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। প্রায় দুই দশক যাবত দেশটির কেন্দ্রীয় প্রদেশ বামিয়ানে বসবাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এক পর্যায়ে আফগান নাগরিকত্ব গ্রহণ করে দেশটির নাগরিকও হয়ে উঠেন।

২০২১ সালে তালেবান যখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে, তখন ব্রিটিশ কর্মকর্তারা তাদের দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তারা ব্রিটিশ কর্মকর্তাদের পরামর্শের বিপরীতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img