ভারতের দ্বিচারিতায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উপদেষ্টা স্টিফেন মিলার। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে মস্কোকে ইউক্রেনে রক্তাক্ত আগ্রাসন চালাতে অর্থ জোগান দিচ্ছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, “মানুষ অবাক হবে এটা জেনে যে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এখন চীনের সমপর্যায়ে রয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, ভারত রাশিয়ার কাছ থেকে যে হারে তেল কিনছে, তাতে করে সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকে অর্থায়ন করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত ইউরোপে রুশ আগ্রাসনের পেছনে এখন ভারতের অর্থনৈতিক ভূমিকা স্পষ্ট।
মিলার স্মরণ করিয়ে দেন, ভারতের এমন ভূমিকা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে একেবারেই “অগ্রহণযোগ্য”। তিনি বলেন, “ভারতের এই ক্রয়চুক্তি অব্যাহত রাখা ট্রাম্পের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
আমেরিকার বর্তমান অবস্থান তুলে ধরে মিলার বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মোকাবিলায় আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে আছি। ইউক্রেনে চলমান যুদ্ধকে কূটনৈতিক, আর্থিক এবং অন্যান্য সব উপায়ে মোকাবিলার জন্য সব ধরনের বিকল্প আমাদের সামনে খোলা রয়েছে।”
মিলার আরও একটি গভীর প্রশ্ন তুলেছেন, ভারতের দ্বিমুখী আচরণ নিয়ে। তিনি বলেন, “ভারত আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন বলে নিজেকে উপস্থাপন করে। কিন্তু বাস্তবতা হলো, তারা আমাদের পণ্য গ্রহণ করে না, বরং আমাদের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে। এই আচরণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।”
সূত্র : আনাদোলু









