বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

বিমানবন্দরে নিরাপত্তা দেওয়ায় তালেবানের প্রশংসা করলেন মার্কিন সেনা কর্মকর্তা

spot_imgspot_img

১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার যেসব মার্কিন নাগরিক আফগানিস্তানের আন্তর্জাতিক হামিদ কারজাই বিমানবন্দরে গেছেন, তাদের নিরাপত্তা দিয়েছে তালেবান যোদ্ধারা। এ নিয়ে তালেবানদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এক শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা।

মার্কিন ওই সেনা কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত বিরল এবং সুন্দর ঘটনা। গত ২০ বছর ধরে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কিন্তু তারা সাধারণ নাগরিকদের কড়া নিরাপত্তার মাধ্যমে কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন। এতে তাদের মানবিক মূল্যবোধ খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।

আমেরিকার ওই শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, পশ্চিমা দেশগুলো যখন ৩১ আগস্টের আগে আফগান ছাড়তে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছিল, তখন আইএস-খোরাশানের হুমকির মধ্যে কাবুল বিমানবন্দর পর্যন্ত প্রচণ্ড নিরাপত্তা দিয়ে তালেবান যোদ্ধারা মার্কিন সাধারণ নাগরিকদের কাবুল বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেছেন। বিমানবন্দরের বাইরে বেশ গোছালোভাবেই কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন দেশের নাগরিকদের বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়েছে তালেবানরা। এ ঘটনায় মার্কিন ওই শীর্ষ কর্মকর্তাকে তালেবানের প্রশংসা করতে দেখা গেল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img