দুই দশক পর আবারও আফগানিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। আগামী সপ্তাহে সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি এ তথ্য জানান।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নতুন সরকার ও কেবিনেট সদস্যদের নাম আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
এর আগে শুক্রবার সরকার গঠনের কথা জানায় তালেবান। পরে ওই দিন সংবাদ সম্মেলন করে তালেবান জানায়, আগামী শনিবার সরকার গঠন করা হবে। তবে আজ (শনিবার) তালেবানের মুখপাত্র জানান, আগামী সপ্তাহে তারা নতুন সরকার ঘোষণা দেবেন।