বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

সিলেট ৩ আসনের উপনির্বাচনে ১৪৯ কেন্দ্রের সব ক’টিতে বিজয়ী নৌকা প্রার্থী

spot_imgspot_img

সিলেট-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে ৬৫ হাজার ৩১২ ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। মোট ১৪৯টি ভোটকেন্দ্রের সব ক’টিতে তিনি বিজয়ী হন।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার পর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ ফল ঘোষণা করেন।

জানা যায়, নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।

এ উপনির্বাচনে আরও দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন-বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ৫১৩৫ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব) ৬৪০।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img