মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৩ বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর নাম এলিজাবেথ উলফকে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
পুলিশ সূত্রমতে জানা যায়, চলতি বছরের শুরুতে টেক্সাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সুইমিংপুলে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিন বছর বয়সী শিশু, তার মা ও ছয় বছর বয়সী তার ভাই উপস্থিত ছিলেন। এসময় এলিজাবেথ সুইমিং পুলের কাছে আসেন ও তাদের পরিচয় জানতে চান। ফিলিস্তিনি বংশোদ্ভুত জানার পর শিশুটিকে পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তাৎক্ষণিকভাবে শিশুটির মা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যান।
পুলিশ আরো জানিয়েছে, জাতিগত বিদ্বেষ দ্বারা অনুপ্রাণিত হয়ে এমন হত্যার চেষ্টা করেন এলিজাবেথ।
উল্লেখ্য, গাজ্জায় চলমান গণহত্যা শুরুর পর থেকেই জাতিগত বিদ্বেষ বাড়ছে পশ্চিমাদের। যার অন্যতম লক্ষ্যবস্তু ফিলিস্তিনি বংশোদ্ভুত ব্যক্তিরা।
সূত্র: আল জাজিরা











