শুক্রবার, মে ১৬, ২০২৫

কালেমা খচিত পতাকা নিয়ে মিছিল করায় ৩ জনকে আটক করেছে পুলিশ

spot_imgspot_img

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য ইসরাইলি বর্বরতা, ভারতের ইসলাম ধর্ম ও রাসূল সাঃ নিয়ে কটুক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে কালো পতাকা উড়ানোয় তাদের আটক করে পুলিশ। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

শুক্রবার (৪ অক্টোবর) নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে করা মিছিল থেকে তাদের আটক করা হয়।

আটক ৩ জনের কাছ থেকে জানা যায়, তারা মোহাম্মদপুর থেকে মোট ৫ জন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। তারা নিজেদেরকে ছাত্র বলে পরিচয় দেন।

হাতে কালো পতাকা কেন জানতে চাইলে তারা বলেন, কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না। পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img