সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

গাজ্জায় একদিনে আরো ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় একদিনে আরো ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আগ্রাসনে শহীদের সংখ্যা ৬৬ হাজার ২৮৮ জনে পৌঁছেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ২২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ১৬৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৯ হাজার ৫৪ জনেরও বেশি।

এদিকে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৪২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৭ হাজার ১২৪ জন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজ্জায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img